বুখারি হাদিস নং ২৯৭৫

হাদীস নং ২৯৭৫

ইসমাঈল ইবনে আবু উওয়াইস রহ………..আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শনাবলির মধ্যে দুটি নিদর্শন মাত্র। কারো মৃত্যু এবং জন্মের কারণে সূর্য গ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। অতএব যখন তোমরা তা সংঘটিত হতে দেখবে তখন যিকির করবে।