বুখারি হাদিস নং ২৯৭১

হাদীস নং ২৯৭১

উবাইদ ইবনে ইসমাঈল রহ………..সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রা. থেকে বর্ণিত, ‘আরওয়া’ নামক জনৈক মহিলা এক সাহাবীর বিরুদ্ধে মারওয়ানের নিকট (জমি সংক্রান্ত বিষয়ে) তার ঐ পাওনা সম্পর্কে মামলা দায়ের করল, যা তার (মহিলাটির) ধারণায় তিনি (সাঈদ) নষ্ট করেছেন। ব্যপার শুনে সাঈদ রা. বললেন, আমি কি তার (মহিলাটির) সামান্য হকও নষ্ট করতে পারি? আমি তো সাক্ষ্য দিচ্ছি, আমি রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে ব্যক্তি জুলুম করে অন্যের এক বিঘত যমীনও আত্মসাৎ করে, কিয়ামতের দিন সাত তবক যমীনের শৃংখল তার গলায় পরিয়ে দেয়া হবে। ইবনে আবুয যিনাদ রহ. হিশাম রহ. থেকে তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, তিনি (হিশামের পিতা উরওয়া) রা. বলেন, সাঈদ ইবনে যায়েদ রা. আমাকে বলেছেন, আমি রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হলাম (তখন তিনি এ হাদীস বর্ণনা করেন)।