বুখারি হাদিস নং ২৯৬৮ – সাত যমীন।

হাদীস নং ২৯৬৮

আলী ইবনে আবদুল্লাহ রহ…………আবু সালামা ইবনে আবদুর রাহমান রা. থেকে বর্ণিত , (তিনি বলেন) কয়েকজন লোকের সাথে একটি জমি নিয়ে তাঁর বিবাদ ছিল। আয়িশা রা.-এর কাছে এসে তা ব্যক্ত করল। তিনি বললেন, হে আবু সালমা! জমা-জমির ঝামেলা থেকে দূরে থাক। কেননা, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক বিঘত পরিমাণ অন্যের জমি জুলুম করে আত্মসাৎ করেছে, কিয়ামতের দিন সাত তবক যমীনের হার তার গলায় পরানো হবে।