বুখারি হাদিস নং ২৯২৯

হাদীস নং ২৯২৯

উসমান ইবনে আবু শাইবা রহ……….আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, হুনাইনের দিনে রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন লোককে বণ্টনে অন্যদের উপর প্রাধান্য দেন। তিনি আকরা ইবনে হাবিছকে একশ উট দিলেন। উয়াইনাকেও এ পরিমাণ দেন। সম্ভ্রান্ত আরব ব্যক্তিদের দিলেন এবং বণ্টনে তাদের অতিরিক্ত দিলেন। এক ব্যক্তি বলল, আল্লাহর কসম! এখানে সুবিচার করা হয়নি। অতবা সে বলল, এতে আল্লাহ তা’আলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা হয়নি। (রাবী বলেন) তখন আমি বললাম, আল্লাহর কসম! আমি রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবশ্যই জানিয়ে দিব। তখন আমি তাঁর কাছে এলাম এবং তাকে একথা জানিয়ে দিলাম। রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তা’আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ সুবিচার না করেন, তবে কে সুবিচার করবে? আল্লাহ তা’আলা মূসা আ.-এর প্রতি রহমত করুন, তাকে এর চাইতেও অধিক কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তিনি সবর করেছেন।