হাদীস নং ২৯২৩
আবুন নুমান রহ………..নাফি রহ. থেকে বর্ণিত যে, উমর ইবনে খাত্তাব রা. বলেন, ইয়া রাসূলাল্লাহ! জাহেলী যুগে আমার উপর একদিনের ইতিকাফ (মান্নত) ছিল। তখন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা পূরণ করার আদেশ করেন। নাফি রহ. বলেন, উমর রা. হুনাইনের যুদ্ধের বন্দী থেকে দুটি দাসী লাভ করেন। তখন তিনি তাদেরকে মক্কায় একটি গ্রহে রেখে দেন। বর্ণনাকারী বলেন, তারপর রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের বন্দীদেরকে সৌজন্যমূলক ছেড়ে দেয়ার আদেশ দান করলেন। তারা মুক্ত হয়ে অলি-গলিতে ছুটাছুটি লাগল। উমর রা. আবদুল্লাহ রা.-কে বললেন, দেখ তো ব্যাপার কি? তিনি বললেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের প্রতি অনুগ্রহ করেছেন। উমর রা. বললেন, তবে তুমি গিয়ে সে দাসী দুজনকে ছেড়ে দাও। নাফি রহ. বলেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়েররানা থেকে উমরা করেন নি। যদি তিনি উমরা করতেন তবে তা আবদুল্লাহ রা. থেকে গোপন থাকত না। আর জারীর ইবনে হাযিম রহ. আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে অতিরিক্ত বর্ণনা করতেন যে, (উমর রা. দাসী দুটি) খুমুস থেকে পেয়েছিলেন। মাআমার রহ……..ইবনে উমর রা. থেকে নযরের (মান্নতের) ব্যাপারটির উল্লেখ করেন, কিন্তু একদিনের কথা বলেনি।