হাদীস নং ২৯১৯
আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ……….যুবাইর ইবনে মুতয়িম রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং উসমান ইবনে আফফান রা. রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গেলাম এবং বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি বানু মুত্তালিবকে দিয়েছেন, আমাদের বাদ দিয়েছেন। অথচ আমরা এবং তারা আপনার সাথে একই পর্যায়ে সম্পর্কিত। তখন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানু মুত্তালিব ও বানু হাশিম একই পর্যায়ের। লায়স রহ. বলেন, ইউনুস রহ. আমাকে এ হাদীসটিতে অতিরিক্ত বলেছেন যে, যুবাইর রা. বলেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু আবদ শামস ও বানু নাওফলকে অংশ দেননি। ইবনে ইসহাক রহ. বলেন, আবদ শামস, হাশিম ও মুত্তালিব একই মায়ের গর্ভজাত সহোদর ভাই। তাদের মা আতিকা বিনতে মুররা আর নাওফল তাদের বৈমাত্রেয় ভাই ছিলেন।