হাদীস নং ২৯০৭
আবদুল্লাহ ইবনে আবদুল ওহহাব রহ………..আবদুল্লাহ ইবনে আবু মুলায়কা রা. থেকে বর্ণিত যে, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সোনালী কারুকার্য খচিত রেশমী কাবা জাতীয় পোষাক হাদীয়া দেয়া হল। তিনি তাঁর সাহাবীগণের মধ্য থেকে কয়েকজনকে তা বণ্টন করে দেন এবং তা থেকে একটি কাবা মাখরামা ইবনে নাওফল রা.-এর জন্য আলাদা করে রাখেন। তারপর মাখরামা রা. তাঁর পুত্র মিসওয়ার ইবনে মাখরামা রা.-কে সাথে নিয়ে এসে দরজায় দাঁড়ালেন আর (পুত্রকে) বললেন, তাকে আমার জন্য আহবান কর। তখন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজ শুনতে পেলেন। তিনি একটি কাবা নিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। আর এক কারুকার্য খচিত অংশ তার সামনে তুলে ধরে বললেন, হে আবুল মিসওয়ার! আমি এটি তোমার জন্য রেখে দিয়েছি। আমি এটি তোমার জন্য রেখে দিয়েছি। আর মাখরামা রা.-এর স্বভাবে কিছুটা রূঢ়তা ছিল। এ হাদীসটি ইসমাঈল ইবনে উলাইয়া রহ. ও আইউব রহ. থেকে বর্ণনা করেছেন। আর হাতিম ইবনে ওয়ারদান রহ. বলেন, আইউব রহ. ইবনে আবু মুলাইকা রহ. সুত্রে মিসওয়ার ইবনে মাখরামা রা. থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কয়েকটি কাবা জাতীয় পোষাক এসেছিল। (বাকী অংশ আগের মত)। লাইস রহ. ইবনে মুলাইকা রহ. থেকে হাদীস বর্ণনায় আইয়ূব রহ.-এর অনুসরণ করেছেন।