বুখারি হাদিস নং ২৮৯২

হাদীস নং ২৮৯২

কুতাইবা রহ…………ইবনে হানাফিয়্যা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন ,আলী রা. যাদি উসমান রা.-এর সমালোচনা করতেন, তবে সেদিনই করতেন, যেদিন তাঁর নিকট কিছু লোক এসে উসমান রা. কর্তৃক নিযুক্ত যাকাত উসূলকারী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিল। আলী রা. আমাকে জানিয়েছেন, উসমান রা.-এর নিকট যাও এবং তাকে সংবাদ দাও যে, এটি রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফরমান। কাজেই আপনার কর্মচারীদের কাজ করার আদেশ দিন। তারা যেন সে অনুসারে কাজ করে। তা নিয়ে আমি তাঁর কাছে গেলাম। তখন তিনি বললেন, আমার এটির দরকার নেই । তারপর আমি তা নিয়ে আলী রা.-এর নিকট ফিরে এসে তাকে এ সম্পর্কে অবহিত করি। তখন তিনি বললেন, এটি যেখান থেকে নিয়েছ সেখানে রেখে দাও। হুমাইদী রহ……….ইবনে হানাফিয়্যাহ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে বলেন, আমাকে পাঠিয়ে বলেন, এ ফরমানটি নাও এটি উসমান রা.-এর নিয়ে যাও, এতে রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা (যাকাত) সম্পর্কে নির্দেশ দিয়েছেন।