বুখারি হাদিস নং ২৮৮৭ – রাসূল (সা.) এর বর্ম, তরবারী, পেয়ালা ও মহর এবং তাঁর পরবর্তী খলীফাগণ সে সব থেকে যা ব্যবহার করেছেন

হাদীস নং ২৮৮৭

মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আনসারী রহ……….আনাস রা. থেকে বর্ণিত, যখন আবু বকর রা. খলীফা হন, তখন তিনি তাকে বাহরাইনে প্রেরণ করেন এবং তাঁর এ বিষয়ে একটি নিয়োগপত্র লিখে দেন। আর তাতে রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুহর দ্বারা মোহরাঙ্কিত করে দেন। উক্ত মোহরে তিনটি লাইন খোদিত ছিল। এক লাইনে মুহাম্মদ, এক লাইনে রাসূল ও এক লাইনে আল্লাহ।