বুখারি হাদিস নং ২৮৬৯ – সফর থেকে প্রত্যাবর্তনের পর সালাত আদায় করা।

হাদীস নং ২৮৬৯

সুলাইমান ইবনে হারব রহ………জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমি রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম। আমরা যখন মদীনায় পৌঁছলাম, তখন তিনি আমাকে বললেন, (হে জাবির!) মসজিদে প্রবেশ কর এবং দু’রাকআত সালাত আদায় কর।