হাদীস নং ২৮৬৮
আলী রহ………আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত যে, তিনি ও আবু তালহা রা. রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে চলছিলাম। আর রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সাফিয়্যা রা.-ও ছিলেন। তিনি তাকে নিজ সাওয়ারীতে তাঁর পেছনে বসিয়ে ছিলেন পথিমধ্যে এক জায়গায় উটনীটির পা পিছলিয়ে গেল। এতে রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যা রা. ছিটকে পড়ে গেলেন। আর আবু তালহা রা. তার উট থেকে তাড়াতাড়ি নেমে রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বললেন, ইয়া নবী আল্লাহ! আল্লাহ তা’আলা আমাকে আপনার জন্য কুরবান করুন। আপানার কি কোন আঘাত লেগেছে? রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তবে তুমি মহিলাটির খোঁজ নাও। আবু তালহা রা. তখন একখানি কাপড় দিয়ে নিজ মুখমণ্ডল ঢেকে তাঁর নিকট আসলেন এবং উক্ত কাপড়খানা দিয়ে তাকে ঢেকে দিলেন। তখন সাফিয়্যা রা. উঠে দাঁড়ালেন। এরপর তাদের উভয়ের জন্য সাওয়ারীকে উত্তমরূপে বাঁধলেন। তাঁরা উভয়ে আরোহণ করে চলতে শুরু করেন। অবশেষে যখন তাঁরা মদীনার উপকণ্ঠে পৌঁছলেন অথবা বর্ণনাকারী বলেন, যখন মদীনার নিকটবর্তী হলেন, তখন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু’আ পড়লেন “আমরা প্রত্যাবর্তনকারী, আমরা তাওবাকারী, আমরা ইবাদতকারী আমরা আমাদের প্রতিপালকের প্রশংসাকারী। আর মদীনায় প্রবেশ করা পর্যন্ত তিনি এ দু’আ পড়তে থাকলেন।