বুখারি হাদিস নং ২৮৬১

হাদীস নং ২৮৬১

ইবরাহীম ইবনে মূসা রহ……….মুজাশি ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, মুজাশি তাঁর মুজালিদ ইবনে মাসউদ রা.-কে নিয়ে রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, এ মুজালিদ আপনার কাছে হিজরত করার জন্য বাইয়াত করতে চায়। তখন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা বিজয়ের পর আর হিজরতেরে প্রয়োজন নেই। কাজেই আমি তার কাছ থেকে ইসলাম সম্পর্কে বায়আত নিচ্ছি।