বুখারি হাদিস নং ২৮৫৭ – গনীমতের সামান্য পরিমাণ মাল আত্মসাৎ করা।

হাদীস নং ২৮৫৭

আলী ইবনে আবদুল্লাহ রহ……….আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাহারা দেওয়ার জন্য এক ব্যক্তি নিযুক্ত ছিল। তাকে কারকারা নামে ডাকা হত। সে মারা গেল। রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী ! লোকেরা তার অবস্থা দেখতে গেল তারা একটি আবা পেল যা সে আত্মসাত করেছিল। আবু আবদুল্লাহ রহ. বলেন, ইবনে সালাম রহ. বলেছেন, কারকারা।