বুখারি হাদিস নং ২৮৫৫

হাদীস নং ২৮৫৫

মুহাম্মদ ইবনে বাশশার রহ……….আবু হুরায়রা রা. থেকে বর্ণিত যে, হাসান ইবনে আলী রা. সাদকার খেজুর থেকে একটি খেজুর নিয়ে তা তাঁর মুখে রাখেন। তখন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ-কাখ (ফেলে দাও, ফেলে দাও) বললেন, তুমি কি জাননা যে, আমরা (বানু হাশিম) সাদকা খাই না। ইকরিমা রহ. বলেন, সান্নাহ হাবশী ভাষায় সুন্দর অর্থে ব্যবহৃত হয়। আবু আবদুল্লাহ রহ. বলেন, উম্মে খালিদের মত কোন মহিলা এত দীর্ঘজীবী হয়নি।