হাদীস নং ২৮৫৪
হিব্বান ইবনে মূসা রহ……..উম্মে খালিদ ইবনে সাঈদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার সঙ্গে হলুদ বর্ণের জামা পরে রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলাম। রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সান্না-সান্না। (রাবী আবদুল্লাহ রহ.) বলেন, হাবশী ভাষায় তা সুন্দর অর্থে ব্যবহৃত । উম্মে খালিদ রা. বলেন, এরপর আমি তাঁর মহরে নবুয়্যতের স্থান নিয়ে কৌতুক করতে লাগলাম। আমার পিতা আমাকে ধমক দিলেন। রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট মেয়ে তাকে করতে দাও। এরপর রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এ কাপড় পরিধান কর আর পুরানো কর, আবার পরিধান কর, পুরানো কর, আবার পরিধান কর, পুরানো কর। (অর্থাৎ দীর্ঘদিন পরিধান কর) আবদুল্লাহ (ইবনে মুবারক) রহ. বলেন, উম্মে খালিদ রা. এতদিন জীবিত থাকেন যে, তাঁর আলোচনা চলতে থাকে।