বুখারি হাদিস নং ২৮৫১ – যদি মুশরিকরা মুসলমানের মাল লুট করে নেয়, তারপর মুসলমানগণ (বিজয় লাভের) মাধ্যমে তা প্রাপ্ত হয়।

হাদীস নং ২৮৫১

মুহাম্মদ ইবনে বাশশার রহ……..নাফি রহ. থেকে বর্ণিত যে, ইবনে উমর রা.-এর একটি গোলাম পলায়ন করে রোমের মুশরিকদের সাথে মিলিত হয়। এরপর খালিদ ইবনে ওয়ালীদ রা. রোম জয় করেন। তখন তিনি সে গোলামটি আবদুল্লাহ (ইবনে উমর রা.)-কে ফেরত দিয়ে দেন। আর আবদুল্লাহ ইবনে উমর রা.-এর একটি ঘোড়া ছুটে গিয়ে রোমে পৌঁছে যায়। এরপর উক্ত এলাকা মুসলমানদের করতলগত হলে তারা ঘোড়াটি ইবনে উমর রা.-কে ফেরত দিয়ে দেন। আবু আবদুল্লাহ রা. বলেন,عار শব্দটি عير থেকে উদগত। আর তা হল বন্য গাধা। عار এর অর্থ هرب অর্থাৎ পলায়ন করেছে।