বুখারি হাদিস নং ২৮৩৪ – মুশরিকদের মুক্তিপণ।

হাদীস নং ২৮৩৪

ইসমাঈল ইবনে আবু উয়াইস রহ……….আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, আনসারীগণের কয়েকজন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট অনুমতি চেয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আপনি যদি আমাদের অনুমতি দান করেন, তবে আমরা আমাদের ভাগ্নে আব্বাসের মুক্তিপণ ছেড়ে দিতে পারি। রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, একটি দিরহাও ছেড়ে দিবে না। ইবরাহীম রহ……..আনাস রা. থেকে বর্ণনা করেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বাহরাইন থেকে অর্থ-সম্পদ আনা হয়। তখন তাঁর নিকট আব্বাস রা. এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে কিছু দিন। আমি আমার নিজের মুক্তিপণ আদায় করেছি এবং আকীলেরও মুক্তিপণ আদায় করেছি। তখন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে নিন এবং তাঁর কাপড়ে দিয়ে দিলেন।