বুখারি হাদিস নং ২৮২৪ – যুদ্ধক্ষেত্রে ঝগড়া ও মতবিরোধ করা অপছন্দনীয়।

হাদীস নং ২৮২৪

ইয়াহইয়া রহ………..আবু মূসা আশআরী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ও আবু মূসা রা.-কে ইয়ামানে প্রেরণ করেন ও নির্দেশ দেন যে, লোকদের প্রতি নম্রতা করবে, কঠোরতা করবে না, তাদের সুসংবাদ দিবে, ঘৃণা সৃষ্টি করবে না। পরস্পর মতৈক্য পোষণ করবে, মতভেদ করবে না।