বুখারি হাদিস নং ২৮২৩ – চাটাই পুড়ে যখমের চিকিৎসা করা এবং মহিলা কর্তৃক নিজ পিতার মুখমণ্ডলের রক্ত ধৌত করা, ঢাল ভর্তি করে পানি বহন করে আনা।

হাদীস নং ২৮২৩

আলী ইবনে আবদুল্লাহ রহ……….সাহল ইবনে সাদ সাঈদী রা. থেকে বর্ণিত, তাকে লোকেরা জিজ্ঞাসা করেছিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যখন কিরূপে চিকিৎসা করা হয়েছিল? তখন সাহল রা. বলেন, এখন আর এ বিষয়ে আমার চেয়ে অধিক জ্ঞাত কেউ অবশিষ্ট নেই । আলী রা. তাঁল ঢালে করে পানি বহন করে নিয়ে আনছিলেন, আর ফাতিমা রা. তাঁর মুখমণ্ডল হতে রক্ত ধৌত করছিলেন এবং একটি চাটাই নিয়ে পোড়ানো হয় আর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যখমের মধ্যে পুরে দেওয়া হয়।