বুখারি হাদিস নং ২৮২০ – হারবীকে গোপনে হত্যা করা ।

হাদীস নং ২৮২০

আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ………জাবির রা. সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব ইবনে আশরাফ হত্যা করার দায়িত্ব কে নিবে? তখন মুহাম্মদ ইবনে মাসলামা রা. বললেন, আপনি কি এ পছন্দ করেন যে, আমি তাকে হত্যা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। মুহাম্মদ ইবনে মাসলামা রা. বললেন, তবে আমাকে অনুমতি দিন, আমি যেন তাকে কিছু বলি । তিনি বললেন, আমি অনুমতি প্রদান করলাম।