বুখারি হাদিস নং ২৭৮৯ – একাকী ভ্রমণ করা।

হাদীস নং ২৭৮৯

হুমাইদী রহ……….জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন লোকদেরকে আহবান করেন। যুবাইর রা. সে আহবানে সাড়া দিলেন, পুনরায় তিনি লোকদের আহবান করলেন, আবারও যুবাইর রা. সে আহবানে সাড়া দিলেন। পুনরায় তিনি লোকদের আহবান করলেন, এবারও যুবাইর রা. সে আহবানে সাড়া দিলেন। এরূপ তিনবার বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নবীর জন্য একজন বিশেষ মদদগার থাকে আর বিশেষ মদদগার হচ্ছে যুবাইর। সুফিয়ান রহ. বলেন, হাওয়ারী সাহায্যকারীকে বলা হয়।