বুখারি হাদিস নং ২৭৫৬

হাদীস নং ২৭৫৬

ইসহাক ইবনে ইবরাহীম রহ…….মুজাশি রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার ভাতিজাকে নিয়ে রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে উপস্থিত হলাম। তারপর আমি বললাম, হে আল্লাহর রাসূল ! আমাদেরকে হিজরতের উপর বায়আত নিন। তখন রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হিজরত তো হিজরতকারীগণের জন্য অতীত হয়ে গেছে। আমি বললাম, তাহলে আপনি আমাদের কিসের উপর বায়আত নিবেন? তদুত্তরে রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলাম ও জিহাদের উপর।