হাদীস নং ২৭৪৮
আবদুল্লাহ ইবনে মাসলামা রহ………..আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যুল-কাদার পাঁচ রাত থাকতে রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে রওয়ানা হলাম। হজ্জ আদায় ব্যতীত আমাদের আর কোন উদেশ্যে ছিল না । মক্কার নিকটবর্তী হলে রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ দিলেন যাদের নিকট কুরবানীর জন্তু নেই, তারা বায়তুল্লাহর তাওয়াফ এবং সাফা মারওয়ার সাঈ কররার পর ইহরাম খুলে ফেলবে। আয়িশা রা. বলেন, কুরবানীর দিন আমাদের নিকট গুরুর গোশত পৌঁছানো হল। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কিসের ? বলা হল, রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সহধমিণীগণের পক্ষ থেকে কুরবানী আদায় করেছেন। ইয়াহইয়া রহ. বলেন, আমি হাদীসটি কাসেম ইবনে মুহাম্মদ রহ.-এর নিকট বর্ণনা করলে তিনি বললেন, আল্লাহর কসম! বর্ণনাকরিণী এ হাদীসটি আপনার নিকট যথাযথ বর্ণনা করেছেন।