বুখারি হাদিস নং ২৭৩৩

হাদীস নং ২৭৩৩

আবদুল্লাহ ইবনে আবু শায়বা রহ……….আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় সালাত আদায় করছিলেন। তখন আবু জাহল ও কুরাইশদের কিছু লোক পরামর্শ করে। সেই সময় মক্কার বাইরে, একটি উট যবেহ হয়েছিল। কুরাইশরা একজন পাঠিয়ে সেখান থেকে এর গর্ভথলি নিয়ে এল এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিঠে ঢেলে দিল। তারপর ফাতিমা রা. এসে এটি তাঁর থেকে সরিয়ে দিলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে দু’আ করেন, ইয়া আল্লাহ! আপনি কুরাইশদের ধ্বংস করুন। ইয়া আল্লাহ! আপনি কুরাইশদের ধ্বংস করুন। ইয়া আল্লাহ! আপনি কুরাইশদের ধ্বংস করুন। অর্থাৎ আবু জাহল, ইবনে হিশাম, উতবা ইবনে রবীআ, শায়বা ইবনে রবীআ, ওয়ালীদ ইবনে উতবা, উবাই ইবনে খালফ এবং উকবা ইবনে আবী মুআইত (তাদের ধ্বংস করুন)। আবদুল্লাহ রহ.বলেন, এরপর আমি তাদের সকলকে বদরের একটি পরিত্যক্ত কূপে নিহত দেখেছি। আবু ইসহাক রহ. বলেন, আমি সপ্তম ব্যক্তির নাম ভূলে গিয়েছি। শুবা রহ. বলেন, উমাইয়া অথবা উবাই। তবে সহীহ হল উমাইয়া। আবু আবদুল্লাহ রহ. বলেন, ইউসুফ ইবনে আবু ইসহাক রহ. আবু ইসহাক রহ. সূত্রে উমাইয়া ইবনে খালফ।