বুখারি হাদিস নং ২৭২২ – ছুরি সম্পর্কে বর্ণনা।

হাদীস নং ২৭২২

আবদুল আযীয ইবনে আবদুল্লাহ রহ……….আমর ইবনে উমায়্যা যামরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে (বকরীর) বাহু থেকে কেটে কেটে খেতে দেখেছি। তারপর তাকে সালাতের জন্য ডাকা হলে তিনি সালাত আদায় করলেন; কিন্তু তিনি উযূ করেননি। আবুল ইয়ামান রহ. শুয়াইব সূত্রে যুহরী রহ. থেকে অতিরিক্ত বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি রেখে দিলেন।