বুখারি হাদিস নং ২৬৭৫

হাদীস নং ২৬৭৫

মালিক ইবনে ইসমাঈল রহ………আনাস রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম -এর আযবা নামক একটি উষ্ট্রী ছিল। কোন উষ্ট্রী তার আগে যেতে পারত না। হুমাইদ রহ. বলেন, কোন উষ্ট্রী তার আগে যেতে সক্ষম হতো না। একদিন এক বেদুঈন একটি জাওয়ান উটে চড়ে আসল এবং আযবা এর আগে চলে গেল। এতে মুসলমাগণের মনে কষ্ট হল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম- ও তা বুঝতে পারলেন। তখন তিনি বললেন, আল্লাহর বিধান এই যে, দুনিয়ার সবকিছুরই উত্থানের পর পতন রয়েছে।