বুখারি হাদিস নং ২৬৭০ – ধীরগতি সম্পন্ন ঘোড়া।

হাদীস নং ২৬৭০

আবদূর আলা ইবনে হাম্মাদ রহ……..আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত যে, একবার মদীনাবাসীগণ ভীত হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রা.-এর ধীরগতি সম্পন্ন ঘোড়ার আরোহণ করেন। তিনি (শহরে প্রদক্ষিণ করে) ফিরে এসে বললেন, আমি তোমার সমুদ্র স্রোতের ন্যায় (দ্রুতগতি সম্পন্ন) পেয়েছি। পরবর্তীকালে ঘোড়াটিকে আর কখনো পেছনে ফেলা যেতো না।