হাদীস নং ২৬৬৫
আহমদ ইবনে মুহাম্মদ রহ………কাতাদা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রা.-কে বলতে শুনেছি যে, এক সময় মদীনাতে ভীতি দেখা দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম আবু তালহার মানদূব নামক ঘোড়াটি চেয়ে নিলেন এবং এর উপর আরোহণ করলেন আর বললেন, আমি কোন ভীতি দেখিনি। কিন্তু ঘোড়াটি সমুদ্রের স্রোতের ন্যায় পেয়েছি।