বুখারি হাদিস নং ২৬৪৯ – শত্রুদের তথ্য সংগ্রহকারী দলের ফযীলত।

হাদীস নং ২৬৪৯

আবু নুআইম রহ……..জাবির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আমাকে শত্রু শিবিরের খবরাখবর এনে দিবে? যুবাইর রা. বললেন, আমি আনব। তিনি আবার বললেন, আমাকে শত্রু শিবিরের খবরাখবর কে এনে দিবে? যুবাইর রা. আবারও বললেন, আমি আনব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নবীরই সাহায্যকারী থাকে আর আমার সাহায্যকারী যুবাইর।

শত্রুদের তথ্য সংগ্রহকারী দলের ফযীলত।

২৬৪৯ আবু নুআইম রহ……..জাবির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আমাকে শত্রুশিবিরের খবরাখবর এনে দিবে? যুবাইর রা. বললেন, আমি আনব। তিনি আবার বললেন, আমাকে শত্রুশিবিরের খবরাখবর কে এনে দিবে? যুবাইর রা. আবারও বললেন, আমি আনব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নবীরই সাহায্যকারী থাকে আর আমার সাহায্যকারী যুবাইর।