হাদীস নং ২৬৩১
হুমাইদী রহ………আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সেখানে অবস্থানকালেই আমি তাঁর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ ! আমাকেও (গনীমতের) অংশ দিন। তখন সাঈদ ইবনে আসের কোন এক পুত্র বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ ! তাকে অংশ দিবেন না।আবু হুরায়রা রা. বললেন, সে তো ইবনে কাউকালের হত্যাকারী। তা শুনে সাঈদ ইবনে আসের পুত্র বললেন, দান পাহাড়ের পাদদেশ থেকে আমাদের কাছে আগত বিড়াল মাশি জন্তুটি, (সেই ব্যক্তির) কথায় আশ্চর্যবোধ করছি, সে আমাকে এমন একজন মুসলিমকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে যাকে আল্লাহ তা’আলা আমার হাতে সম্মানিত করেছেন এবং যার দ্বারা আমাকে লাঞ্চিত করেননি। আব্বাস রা. বলেন ,পরে তাকে অংশ দিয়েছেন কি দেননি, তা আমাদের জানা নেই। সুফাইয়ান রহ. বলেন, আমাকে সাঈদী রহ. তার দাদার মাধ্যমে আবু হুরায়রা রা. থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আবু আবদুল্লাহ (ইমাম বুখারী) রহ. বলেন, সাঈদী হলেন, আমর ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ ইবনে আস।