হাদীস নং ২৬২০
আলী ইবনে আবদুল্লাহ রহ………জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন কিছু সংখ্যক সাহাবী সকাল বেলায় শরাব পান করেন, এরপর যুদ্ধে তারা শাহাদাত বরণ করেন। সুফিয়ান রহ.-কে প্রশ্ন করা হল: সেই দিনের শেষ বেলায়? তিনি বললেন, এ কথাটি তাঁতে নেই।