বুখারি হাদিস নং ২৬১৫ – যে ব্যক্তি আল্লাহর কালিমা (দীন) বুলন্দ থাকার উদ্দেশ্যে জিহাদ করে।

হাদীস নং ২৬১৫

সুলাইমান ইবনে হারব রহ………আবু মূসা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, এক ব্যক্তি গনীমতের জন্য, এক ব্যক্তি প্রসিদ্ধির জন্য এবং এক ব্যক্তি বীরত্ব প্রদর্শনের জন্য জিহাদে শরীক হল। তাদের মধ্যে কে আল্লাহর পথে জিহাদ করল, তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর কালিমা বুলন্দ থাকার জন্য যুদ্ধ করল, সে-ই আল্লাহর পথে জিহাদ করল।