বুখারি হাদিস নং ২৬১৪ – অজ্ঞাত তীর এসে যাকে হত্যা করে।

হাদীস নং ২৬১৪

মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রহ………আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, উম্মে রুবায়্যি বিনতে বারা, যিনি হারিসা ইবনে সুরাকার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলেন, ইয়া নবীয়াল্লাহ ! আপনি হারিসা রা. সম্পর্কে আমাকে কিছু বলবেন কি? হারিসা রা. বদরের যুদ্ধে অজ্ঞাত তীরের আঘাতে শাহাদাত বরণ করেন। সে যদি জান্নাতবাসী হয়ে থাকে তবে আমি সবর করব, তা না হলে আম তার জন্য অবিরত কাঁদতে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হারিসার মা! জান্নাতে অসংখ্য বাগান আছে, আর তোমার ছেলে সর্বোচচ জান্নাতুল ফেরদাউস লাভ করেছে।