বুখারি হাদিস নং ২৬১৩ – যুদ্ধের আগে নেক আমল।

হাদীস নং ২৬১৩

মুহাম্মদ ইবনে আবদুর রাহীম রহ………বারা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, লৌহবর্মে আবৃত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি যুদ্ধে শরীক হব, না ইসলাম গ্রহণ করব? তিনি বললেন, ইসলাম গ্রহণ কর, তারপর যুদ্ধে যাও। তারপর সে ব্যক্তি ইসলাম গ্রহণ করে যুদ্ধে গেল এবং শাহাদাত বরণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে অল্প আমল করে বেশী পুরস্কার পেল।