বুখারি হাদিস নং ২৫৯১ – জিহাদ ও যুদ্ধের ফযীলত।

হাদীস নং ২৫৯১

হাসান ইবনে সাব্বাহ রহ………আবদুল্লাহ ইবনে মাসউদ রা .থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ ! কোন কাজ সর্বোত্তম ? তিনি বললেন, সময়মত সালাত আদায় করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বলেন, এরপর পিতা-মাতার সঙ্গে সদাচরণ করা। আমি বললাম, তারপর কোনটি ? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আর কিছু জিজ্ঞাসা না করে আমি চুপ রইলাম। আমি যদি (কথা) বাড়াতাম, তবে তিনি আরও অধিক বলতেন।