হাদীস নং ২৫৮৬
মুসাদ্দাদ রহ………..ইবনে উমর রা. থেকে বর্ণিত, উমর রা. এক ব্যক্তিকে তার একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দিয়ে দেন, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরোহণ করার জন্য দিয়েছিলেন, তিনি এক ব্যক্তিকে তা আরোহণ করার জন্য দিলেন। উমর রা.-কে জানান হল যে, ঘোড়াটি সে ব্যক্তি বিক্রির জন্য রেখে দিয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তা ক্রয় করার ব্যপারে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, তুমি তা ক্রয় করবে না এবং যা সাদকা করে দিয়েছ তা ফিরিয়ে নিবে না।