বুখারি হাদিস নং ২৫৬৩ – আল্লাহ তা’আলার বাণী: ঋণ আদায় ও অসীয়াত পূর্ণ করার পর (মৃতের সম্পত্তি ভাগ হবে)।(৪: ১২) এর ব্যাখ্যা।

হাদীস নং ২৫৬৩

মুহাম্মদ ইবনে ইউসুফ রহ………হাকীম ইবনে হিযাম রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আমি সওয়াল করলাম, তিনি আমাকে দান করলেন। আবার সওয়াল করলাম, তিনি আমাকে দান করলেন। তারপর তিনি আমাকে বললেন, হে হাকীম ! এই ধন সম্পদ সবুজ-শ্যামল, মধুর। যে ব্যক্তি দানশীলতার মনোভাব নিয়ে তা গ্রহণ করবে, তাঁতে তার বরকত হবে। আর যে ব্যক্তি প্রতীক্ষা কাতর অন্তরে তা গ্রহণ করবে, তাঁতে তার বরকত হবে না। সে ঐ ব্যক্তির মত যে খায়, কিন্তু তৃপ্ত হয় না। উপরের (দাতার) হাত নীচের (গ্রহীতার) হাতের চাইতে উত্তম। হাকীম রা. বলেন, তারপর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ ! সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আপনার পরে আমি দুনিয়া থেকে বিদায়ের আগে আর কারো কিছু চাইব না। (কোন কিছু নেব না) এরপর আবু বকর রা. কিছু দান করার জন্য হাকীমকে আহবান করেন, কিন্তু হাকীম রা. তাঁর কাছ থেকে কিছু গ্রহণ করতে অস্বীকার করেন। তারপর উমর রা.-ও কিছু দান করার জন্য ডেকে পাঠান, কিন্তু তাঁর কাছে থেকেও কিছু গ্রহণ করতে তিনি অস্বীকার করেন। তখন উমর রা. বলেন, হে মুসলিম সমাজ ! আমি আল্লাহ প্রদত্ত গনীমতের মাল থেকে প্রাপ্য তাঁর অংশ তাঁর সামনে পেশ করেছি, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেছেন, হাকীম রা. তাঁর মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরে আর কারো নিকট কিছু চাননি।