হাদীস নং ২৫১৪
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রহ……….সাহল ইবনে সাদ রা. থেকে বর্ণিত যে, কুবা-এর অধিবাসীরা লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ল। এমনকি তারা পাথর ছোড়াছুড়ি শুরু করল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সে সংবাদ দেওয়া হলে তিনি বললেন, “চলো তাদের মধ্যে মিমাংসা করে দেই”।