হাদীস নং ২৪৯৯
ইসমাঈল ইবন আবদুল্লাহ (রঃ) ……. তালহা ইবন উবাদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ্ (সাঃ) এর নিকট এসে তাকে ইসলাম (এক করণীয়) সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগল। তখন রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন, দিনে রাতে পাচ ওয়াক্ত সালাত। সে বলল, আমার উপর আরও কিছু ওয়াজিব আছে? তিনি বললেন, না, নেই। তবে নফল হিসাবে পড়তে পার। তারপর রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন, আর রমাযন মাসের সিয়াম। সে জিজ্ঞাসা করল, আমর উপর এ ছাড়া আরও কি ওয়াজিব আছে? তিনি বললেন, না, নেই। তবে নফল হিসাবে (সিয়াম) পালন করতে পার। তারপর রাসূলুল্লাহ্ (সাঃ) তাকে যাকাতের কথাও বললেন; সে জানোতে চাইল, আমার উপর এ ছাড়া আরও কিছু ওয়াজিব আছে? তিনি বললেন, না, নেই; তবে নফল হিসাবে (সাদকা) করতে পার। তারপর লোকটি এই বলে প্রস্থান করল, আল্লাহর কসম ! এতে আমি কোন কম বেশি করব না। রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন সত্য বলে থাকলে সে সফল হয়ে গেল।