হাদীস নং ২৪৮০
মালিক ইবনে ইসমাঈল রহ………আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাল রা. রাত থাকতেই আযান দিয়ে থাকে। সুতরাং ইবেন উম্মু মাকতুম রা. আযান দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পার। অথবা তিনি বলেন, ইবনে উম্মু মাকতুমের আযান শোনা পর্যন্ত। ইবনে উম্মে মাকতুম রা. অন্ধ ছিলেন, ফলে ভোর হয়ে যাচ্ছে, লোকেরা একথা তাকে না বলা পর্যন্ত তিনি আযান দিতেন না।