বুখারি হাদিস নং ২৪৭৭ – মিথ্যা সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে।

হাদীস নং ২৪৭৭

আবদুল্লাহ ইবনে মুনীর রহ……..আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, (সেগুলো হচ্ছে) আল্লাহর সাথে শরীক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। গুনদার, আবু আমির, বাহয ও আবদুস সামাদ রহ. শুবা রহ. থেকে হাদীস বর্ণনায় ওয়াহাব রহ.-এর অনুসরণ করেছেন।