হাদীস নং ২৪৬৫
হাকাম ইবনে নাফি রহ………..উমর ইবনে খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় কিছু লোককে ওয়াহীর ভিত্তিতে পাকড়াও করা হত। এখন যেহেতু ওয়াহী বন্ধ হয়ে গেছে, সেহেতু এখন আমাদের সামনে তোমাদের যে ধরনের আমল প্রকাশ পাবে, সেগুলোর ভিত্তিতেই আমরা তোমাদের বিচার করব। কাজেই যে ব্যক্তি আমাদের সামনে ভাল প্রকাশ করবে তাকে আমরা নিরাপত্তা দান করব এবং কাছে টানব, তার অন্তরের বিষয়ে আমাদের কিছু করণীয় নেই। আল্লাহরই তার অন্তরের বিষয়ে হিসাব নিবেন। আর যে ব্যক্তি আমাদের সামনে মন্দ আমল প্রকাশ করবে, তার প্রতি আমরা তাদের নিরাপত্তা প্রদান করব না এবং সত্যবাদী বলে গ্রহণও করব না, যদিও সে বলে যে, তার অন্তর ভাল।