হাদীস নং ২৪৫৮
মুহাম্মদ ইবনে বাশশার রহ……….ইবনে আব্বসা রা. থেকে বর্ণিত, তিনি বলেন. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জমিতে গেলেন, ফসলগুলো আন্দোলিত হচ্ছিল । তিনি জানতে চাইলেন, কার (ফসলের) জমি? লোকেরা বলল, (অমুক ব্যক্তির কাছে থেকে) অমুক ব্যক্তি এটি ইজারা নিয়েছে। তিনি বললেন, জমিটার নির্দিষ্ট ভাড়া গ্রহণ না করে সে যদি তাকে সাময়িকভাবে তা দিয়ে দিত তবে সেটাই হতো তার জন্য উত্তম।