বুখারি হাদিস নং ২৪৪৮ – পরিচ্ছেদ ১৬৩৫

হাদীস নং ২৪৪৮

ইবরাহীম ইবনে মূসা রহ……..আবদুল্লাহ ইবনে উবায়দুল্লাহ ইবনে আবু মুলায়কা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে জুদআনের আযাদকৃত গোলাম সুহাইবের সন্তান দুটি ঘর ও একটি কামরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইব রা.-কে দান করেছিলেন বলে দাবী জানান। (মদীনার গভর্নর মারওয়ান রহ. তখন বললেন, এ ব্যাপারে তোমাদের পক্ষে কে সাক্ষী দিবে? তারা বলল, ইবনে উমর রা. (আমাদের হয়ে সাক্ষী দিবেন) মারওয়ান রহ. তখন ইবনে উমর রা.-কে ডেকে পাঠালেন। তিনি এ মর্মে সাক্ষী দিলেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইব রা.-কে দুটি ঘর ও একটি কামরা দান করেছিলেন। তাদের স্বপক্ষে ইবনে উমরের সাক্ষী অনুযায়ী মারওয়ান ফায়সালা করলেন।