হাদীস নং ২৪৪৩
খালিদ ইবনে মাখলাদ রহ………ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রা. জনৈক ব্যক্তিকে রেশমী কাপড় বিক্রি করতে দেখে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, এ জোড়াটি খরিদ করে নিন। জুমুআর দিন এবং যখন আপনার খিদমতে কোন প্রতিনিধি দল আসে, তখন তা পরিধান করবেন। তিনি বললেন, এসব তো তারই পরিধান করে, যাদের আখিরাতে কোন হিসসা নেই। পরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কয়েক জোড়া রেশমী কাপড় এল। সেগুলো থেকে একটি জোড়া তিনি উমর রা.-এর কাছে পাঠালেন। তখন উমর রা. বলেন, এটা আমি কিভাবে পরিধান করব। অথচ এ সম্পর্কে আপনি যা বলার বলেছেন। এতে তিনি বললেন, এটা তোমাকে আমি পরিধান করার জন্য দেইনি। হয় এটা বিক্রি করে দিবে, নয় কাউকে দিয়ে দিবে। তখন উমর রা. সেটা মক্কায় বসবাসকারী তাঁর এক (দুধ) ভাইকে ইসলাম গ্রহণের আগে হাদিয়া পাঠালেন।