হাদীস নং ২৪৪১
আবদুল্লাহ ইবনে আবদুল ওয়াহাব রহ………আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ইয়াহুদী মহিলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে বিষ মিশানো বকরী নিয়ে এল। সেখান থেকে কিছু অংশ তিনি খেলেন এবং মহিলাকে হাযির করা হল। তখন বলা হল, আপনি কি একে হত্যার আদেশ দিবেন না? তিনি বললেন, না। আনাস রা. বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর (মুখ গহবরের) তালুতে আমি বরাবরই বিষক্রিয়ার আলামত দেখতে পেতাম।