হাদীস নং ২৪৪০
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ………আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে একটি রেশমী জুব্বা হাদিয়া দেওয়া হল। অথচ তিনি রেশমী কাপড় ব্যবহারে নিষেধ করতেন। এতে সাহাবীগণ খুশী হলেন। তখন তিনি বললেন, সেই সত্তার কসম, যার হাতে মুহাম্মদের প্রাণ, জান্নাতে সাদ ইবনে মুআযের রুমালগুলো এর চেয়ে উৎকৃষ্ট। সাঈদ রহ. কাতাদা রহ.-এর মাধ্যমে আনাস রা. থেকে বর্ণনা করেন যে দুমার উকাইদর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাদিয়া দিয়েছিলেন।