হাদীস নং ২৪৩৬
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ……….ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলেন এবং তখন তিনি (ইবনে উমর) উমর রা. -এর একটি অবাধ্য উটে সাওয়ার ছিলেন। উটটি বারবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগে যাচ্ছিল। আর তা পিতা উমর রা. তাকে বলছিলেন, হে আবদুল্লাহ ! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগে আগে চলা কারো জন্য উচিত নয়। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটা আমার কছে বিক্রি কর। উমর রা. বললেন, এটাতো আপনার । তখন তিনি সেটা খরিদ করে বললেন, হে আবদুল্লাহ ! এটা (এখন থেকে) তোমার। কাজেই এটা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পার।