হাদীস নং ২৪১৭
ইবরাহীম ইবনে মূসা রহ………আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন এবং তার কষ্ট বেড়ে গেল। তখন তিনি তাঁর স্ত্রীগণের কাছে আমার ঘরে সেবা-শুশ্রূষা লাভের ইচ্ছা প্রকাশ করলেন। তারা তাকে সম্মতি দিলেন। তারপর একদিন দু’ব্যক্তির উপর ভর করে বের হলেন, তখন তার উভয় কদম মুবারক মাটি স্পর্শ করছিল । তিনি আব্বাস রা. ও আরেক ব্যক্তির মাঝে ভর দিয়ে চলছিলেন। উবায়দুল্লাহ রহ. বলেন, আয়িশা রা. যা বললেন, তা আমি ইবনে আব্বাস রা. -এর কাছে আরয করলাম, তিনি তখন আমাকে বললেন, জানো, আয়িশা রা. যার নাম উল্লেখ করলেন, না তিনি কে ? আমি বললাম, না, (জানিনা) তিনি বললেন, তিনি হলেন আলী ইবনে আবু তালিব রা.।