হাদীস নং ২৪১৫
আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ……….নুমান ইবনে বাশীর রা. থেকে বর্ণিত যে, তার পিতা তাকে নিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হলেন এবং বললেন, আমি আমার এই ছেলেকে একটি গোলাম দান করেছি। তখন (তিনি) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার সব ছেলেকেই কি তুমি এরূপ দান করেছ। তিনি বললেন, না (তা করিনি) তিনি বললেন, তবে তুমি তা ফেরত নাও।